thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

তফসিল ঘোষণার পরপরই চট্টগ্রাম শহরে রণক্ষেত্র

২০১৩ নভেম্বর ২৫ ২০:১২:১২
তফসিল ঘোষণার পরপরই চট্টগ্রাম শহরে রণক্ষেত্র

চট্টগ্রাম সংবাদদাতা : দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণার পরপরই চট্টগ্রামে ব্যাপক বোমাবাজি ও ভাংচুর হয়েছে। নগরীর কাজির দেউরি, আন্দরকিল্লা, জামান খান, ২ নং গেইট ও জিওসির মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। তারা এ সময় কয়েটি গাড়িতে আগুন দেয়।

অন্যদিকে, তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করে নগর আওয়ামী লীগ।

সন্ধ্যার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরী প্রায় জনশূন্য হয়ে পড়ে। নগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশের অতিরিক্ত কমিশনার বাবুল আক্তার জানান, পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

এদিকে বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার ও খাগড়াছড়িতে তফসিল ঘোষণার পর পাল্টাপাল্টি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও ১৮ দলের নেতা-কর্মীরা।

(দিরিপোর্ট/কেএইচএস/এমএআর/নেভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর