thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে জামায়াত-শিবিরের হামলা

২০১৩ নভেম্বর ২৫ ২০:২৭:০৯
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে জামায়াত-শিবিরের হামলা

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া পুলিশ ফাঁড়িতে হামলা করেছে জামায়াত-শিবির।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ হামলা চালালে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনার পরপরই সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পরে জামায়াত-শিবির একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি গরাণবাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে হামলা করে। সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে নেতা-কর্মীরা।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, গরাণবাড়িয়া থেকে জামায়াতকর্মী মহিদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে গ্রামবাসি সংঘবদ্ধ হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ গ্রামবাসির ওপর গুলি চালায়। এতে কয়েকজন আহত হয়েছে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন জানান, জামায়াত-শিবির পুলিশ ক্যাম্পে আক্রমণ করলে পুলিশ বাধ্য হয়ে কমপক্ষে ৫০ রাউন্ড গুলিবর্ষণ করে। সেখানে বিদ্যুত সংযোগ বন্ধ থাকায় কোনো হতাহতের খবর নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছেনা বলে জানান তিনি।

(দিরিপোর্ট/এমআরইউ/এসবি/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর