thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চট্টগ্রামের কিশোরী বাগেরহাটে উদ্ধার, আটক ২

২০১৩ নভেম্বর ২৫ ২০:৫৬:৪৪
চট্টগ্রামের কিশোরী বাগেরহাটে উদ্ধার, আটক ২

বাগেরহাট সংবাদদাতা : চট্টগ্রামের বন্দর থানা থেকে অপহৃত কিশোরী (১২) কে সোমবার বাগেরহাট জেলার রামপালের মল্লিকেরবেড় বড় সন্যাসী বাজার থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে ছড়িত থাকার অভিযোগে জনগণ দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার আড়ংঘাটা গ্রামের শান্তি রঞ্জন বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (১৯) ও তার মামা বাঁশবাড়িয়া গ্রামের সুদেব মন্ডলের ছেলে গৌরঙ্গ মন্ডল (৪৮)।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার বন্দর উপজেলার নিমতলা গ্রামের ওই কিশোরী কন্যাকে ১৬ নভেম্বর সাগর বিশ্বাস বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে আসে। পরে রামপালের বাশবাড়িয়া গ্রামে তার মামার বাড়িতে এনে আটক রাখে।

অপহৃত কিশোরী জানায়, সে চট্টগ্রামের হালিশহর মেহের আফজাল স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে লেখা পড়া করে। সাগর বিশ্বাস তাদের বাড়িতে থেকে দীর্ঘ ৪/৫ বছর ধরে একটি কারখানায় চাকরি করতেন। সেই সুবাদেই তার সঙ্গে পরিচয় হয়।

এ ব্যপারে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী দাউদ হোসেন জানান, কিশোরীকে সেফ হোমে পাঠানো হচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দিরিপোর্ট/এমকে/এসবি/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর