thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে ১৮ দল

২০১৩ নভেম্বর ২৫ ২১:০৬:০১
৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে ১৮ দল

দিরিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ নির্বাচনী তফসিল ঘোষণার পরেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার‌্যালয় থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তফসিল প্রত্যাহার ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ফখরুল জানান, রাজপথ, নৌপথ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ক্ষমতায় থেকে নির্বাচনের পায়তারা করছে সরকার। জনগণ এ প্রহসনের নির্বাচন মেনে নেবে না। মেরুদণ্ডহীন পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের এ তফসিল ঘোষণা আমরা মানিনা। আমরা এটা প্রত্যাখ্যান করছি।

দেশের এ চলমান রাজনৈতিক সংকট মিমাংসা না হওয়া পর‌্যন্ত আমরা এ তফসিল স্থগিতের জন্য কমিশনকে আহবান জানাচ্ছি।

(দিরিপোর্ট/এমএইচ/টিএস/এমএআর/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর