thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শাহজাহানপুরে কলেজছাত্রীর আত্মহত্যা

২০১৩ নভেম্বর ২৫ ২১:০৬:০৩
শাহজাহানপুরে কলেজছাত্রীর আত্মহত্যা

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে ওড়না পেঁচিয়ে পূজাদাস (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শান্তিবাগের ২১৮ নম্বর বাসায় সোমবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

নিহতের বাবা মনিন্দ্রনাথ দাস দিরিপোর্টকে জানান, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্যাকটিকাল পরীক্ষা শেষে পূজা দুপুর ২টায় বাসায় ফেরে। ৪টার সময় তার রুমে গিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার ওড়না ফ্যানে প্যাচানো অবস্থায় ছিল।

তাকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) আনা হলে সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূজার মা নীলিমা দাস তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।

ডিএমসির পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তারা এ ব্যাপারে কার‌্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

(দিরিপোর্ট/এসআর/এমএআর/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর