thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

তফসিল ঘোষণার পরপরই রাজধানীতে নাশকতা

২০১৩ নভেম্বর ২৫ ২১:০৯:৩৪
তফসিল ঘোষণার পরপরই রাজধানীতে নাশকতা

দিরিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে।

সোমবার রাত ৮টা ২০ মিনিটে বাড্ডা হোসেন মার্কেটের সামনে ২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় প্রায় ৫ থেকে ৬টি বাস ভাঙচুর করে তারা।

এদিকে ৮টা ১০ মিনিটে মিরপুর ১০ নাম্বার গোলচত্বরে কয়েকটি বাস ভাঙচুর করা হয়। এসময় তারা বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশি বাধার মুখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাত ৮টা ৩০মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর মহাখালী পুলিশ বক্সের সামনে ৪টি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। এসময় বাংলানিউজের ফটোসাংবাদিক জাহিদ উদ্দীন সাইমুম আহত হন।

প্রায় একই সময়ে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দৈনিক ডেসটিনির গাড়ি চালক আবদুল মালেক ককটেল বিস্ফোরণে আহত হন।

এদিকে মালিবাগ ও বাংলাবাজার এলাকায় ২টি লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। এবং কয়েক টি ককটেল বিস্ফোরন ঘটানো হয়।

রাত ৯টায় বংশালে ৩টি ও কলাবাগান মাঠে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকা মট্রেোপলটিন পুলশিরে ডিসি মিডিয়ার মাসুদুর রহমান এসব ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই বিরোধী দলের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটাচ্ছে। তবে এগুলো প্রতিহত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।

রাজধানীর বারিধারা এলাকার ডি-ব্লকে সোমবার রাত সাড়ে নয়টায় ৩টি ককটেল বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বাংলামোটর এলাকায় রাত ৯টা ৪০ মিনিটে একটি সিএনজিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এর আগে রাত আটটায় সংসদ ভবনের বিপরীতে পাট গবেষণা ইন্সিটিউটের সামনে একটি পুলিশের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা স্বীকার করে যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম দিরিপোর্টকে বলেন, ঢাকা শহরের বিভিন্নস্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। তবে প্রশাসন তা প্রতিরোধের জন্য মাঠে রয়েছে।

(দিরিপোর্ট/দিপু/এইচএসএম/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর