thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মোহামেডানকে হারিয়ে মৌসুম শুরু আবাহনীর

২০১৩ নভেম্বর ২৫ ২১:১৯:১২
মোহামেডানকে হারিয়ে মৌসুম শুরু আবাহনীর

দি রিপোর্ট প্রতিবেদক : শীতের তীব্রতা এখনো জেঁকে বসেনি। নেই কুয়াশার দাপটও। ব্যস্ততা উপেক্ষা করে রাজধানী ঢাকার কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। উপলক্ষ ঘরোয়া ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের লড়াই দেখা। তৃপ্তি নিয়ে ঘরে ফিরেছে আবাহনীর দর্শকরা। ফেডারেশন কাপে মৌসুমের প্রথম লড়েইয়ে আবাহনী জয় তুলে নিয়েছে ২-০ গোলে।

গ্যালারিতে টানটান উত্তেজনা থাকলেও মাঠে তার আঁচ পড়েনি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই জমে উঠার আগে গোল পেয়েছে আবাহনী। খেলার ১০ মিনিটে আকাশী-নীলদের এগিয়ে দিয়েছেন ডি কাস্ত্রো।

পিছিয়ে থেকে তেতে উঠেছিল মোহামেডান। আক্রমণও শানিয়েছিল; কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। আবাহনীর রক্ষণদুর্গ টলাতে পারেনি। এই অর্ধে পিছিয়ে থেকেই বিরতিতে গিয়েছে সাদাকালোরা।

বিরতির পর ফের চেনা দৃশ্য; আরো এগিয়ে যায় আবাহনী। ৭৬ মিনিটে গোল করেছেন মরিসন (২-০)। বাকি সময় সমর্থকদের উন্মাদনাও মোহামেডানের ফুটবলারদের উজ্বীবীত করতে পারেনি।

(দিরিপোর্ট/সিজি/এএস/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর