thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

সনির গোলে জামালের জয়

২০১৩ নভেম্বর ২৫ ২১:৪৫:০৮
সনির গোলে জামালের জয়

দিরিপোর্ট প্রতিবেদক : যেহেতু আগেই ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল দুই দলই। শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ফেনী সকার ক্লাব; লড়াই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সোমবার সেই মর‌্যাদার ম্যাচে শেখ জামাল হাইতির স্ট্রাইকার সনি নর্দের একমাত্র গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলার ১৭ মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল। ফরোয়ার্ড মোবারক হোসেনের এগিয়ে দেয়া বলে জোরালো শটে সনি নর্দে দলকে এগিয়ে নিয়েছেন (১-০)। ৪ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেছে শেখ জামাল। মোবারকের ক্রসে নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

৭৭ মিনিটে শাখাওয়াত হোসেন রনি আরেকটি সুযোগ নষ্ট করেন। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিলেই গোল হতো। তিনি তা না করে জোরালো শটে ক্রসবারের ওপর দিয়ে বল বাইরে পাঠিয়েছেন। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন সনি নর্দে।

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর