thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে বিজিবি মোতায়েন

২০১৩ নভেম্বর ২৫ ২১:৫৫:১৩
রাজধানীতে বিজিবি মোতায়েন

দিরিপোর্ট প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

২০ প্লাটুন বিজিবি সদস্য সোমবার সন্ধ্যা থেকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা রাজধানীবাসীর নিরাপত্তায় কাজ করবে।’

ইতোমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা টহল দিতে শুরু করেছে বলেও জানান তিনি।

এছাড়া মতিঝিল, দৈনিক বাংলা, মালিবাগ মোড়, শান্তিনগর, বিজয়নগর, পুরানা পল্টন মোড়, রামপুরা, বাড্ডা, গুলশান লিংক রোড, ধানমন্ডি, মোহম্মদপুর, মিরপুর, মৌচাক, মগবাজার, নিউমার্কেট, বংশাল, যাত্রাবাড়ী, ডেমরা, ফকিরাপুল মোড়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছিল পুলিশ। সন্ধ্যায় তফসিল ঘোষণার সময় থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে তারা। পাশাপাশি টহল পুলিশ র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার টিম ও তৎপর রয়েছে। এসব পয়েন্টে সন্দেহভাজন পথচারী ও যানবাহন আরোহীদের নামিয়ে তল্লাশি করা হচ্ছে।

(দিরিপোর্ট/ডি/এনডিএস/নভেম্বর ২৫,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর