thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বগুড়ায় ককটেল বিস্ফোরণে ডিএসবি আহত

২০১৩ নভেম্বর ২৫ ২১:৫৮:২৬
বগুড়ায় ককটেল বিস্ফোরণে ডিএসবি আহত

বগুড়া সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বগুড়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ১৮ দলের নেতা-কর্মীদের সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টায় শহরের সাতমাথা এলাকায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। এ সময় কর্তব্যরত বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন (ডিএসবি) আহত হয়েছেন।

সপ্তপদী মার্টেকের উপর থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ওই মার্কেট থেকে পুলিশ সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে। ঘটনার পর থেকে শহর ফাঁকা হয়ে যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কগুলোর মোড়ে মোড়ে এবং মহাসড়কে অবস্থান নিয়েছে।

১৮ দলীয় জোট বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ১৫/২০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে মিছিলকারিদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে শহরের চারমাথা এলাকায় পুলিশ চারটি ককটেল ও একটি জারকিন পেট্রোলসহ তিন যুবককে আটক করেছে।

সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজীউর রহমান বলেন, ককটেল বিস্ফোরণ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন আহত হয়েছেন।

(দিরিপোর্ট/এএইচ/এসবি/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর