thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পটুয়াখালীতে বিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি মিছিল

২০১৩ নভেম্বর ২৫ ২২:১১:৫৩
পটুয়াখালীতে বিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি মিছিল

পটুয়াখালী সংবাদদাতা : দশম জাতীয় নির্বাচনের তফসির ঘোষণার পর পটুয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মিছিল করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পর সোমবার রাতে সার্কিট হাউজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে কমপক্ষে ৫ কর্মী আহত হয়েছেন।

এ সময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে ব্যায়ামাগার মোড় পর্যন্ত মিছিল নিয়ে দৌড়ে যায়। বারবার পুলিশের বাধার মুখে মিছিল সদর রোডে ঢুকতে না পেরে সার্কিট হাউজ এলাকায় এসে সমাবেশ করে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া বক্তব্য দেন।

এদিকে তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ শহরে আনন্দ মিছিল বের করে।

(দিরিপোর্ট/কেবিডি/এনডিএস/নভেম্বর ২৫,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর