thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

লক্ষ্মীপুরে ২১ গাড়ি ভাঙচুর, শতাধিক ককটেল

২০১৩ নভেম্বর ২৫ ২২:১৯:৫৫
লক্ষ্মীপুরে ২১ গাড়ি ভাঙচুর, শতাধিক ককটেল

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : দশম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সোমবার রাতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে ২১টি যানবাহন ভাঙচুর ও শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা। গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তফসিল ঘোষণার পরই লক্ষ্মীপুর শহরের বিসিক ও আলীয়া মাদ্রাসা এলাকায় ৫টি বাস, ২টি ট্রাক, ৫টি সিএনজি অটোরিকশা, সদরের মান্দারী বাজারে ৬টি সিএনজি অটোরিকশা এবং রায়পুর শহরের বাসস্টেশন ও নতুন বাজার এলাকায় ৩টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এ সময় তারা সশস্ত্রাবস্থায় রায়পুর শহরে বিক্ষোভ মিছিল বের করে। এছাড়া রায়পুর শহর, জেলা শহরের বাস টার্মিনাল, সদরের চরচামিতা মান্দারী এলাকায় শতাধিক ককটল বিস্ফোরণ ঘটনো হয়। এছাড়া শহরের দোকানপাঠও বন্ধ করে দেয় তারা।

এ বিষয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার কাজী হেলাল উদ্দিন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার ৫টি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

(এমআরএস/এনডিএস/নভেম্বর ২৫,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর