thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

ঠাকুরগাঁওয়ে সহিংসতা, বিক্ষোভ, আগুন

২০১৩ নভেম্বর ২৫ ২২:০১:৫৪
ঠাকুরগাঁওয়ে সহিংসতা, বিক্ষোভ, আগুন

ঠাকুরগাঁও সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে। দোকানপাটে ইট-পাটকেল নিক্ষেপ ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় বিএনপি নেতা-কর্মীরা। এ সময় শহর থমকে যায়। প্রাণের ভয়ে লোকজন নিরাপদে আশ্রয় নেয়।

সোমবার রাত পৌনে ৯টায় জেলা বিএনপি কার্যালয় থেকে নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। জিলা স্কুল বড় মাঠ এলাকায় মিছিল থেকে চলন্ত ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় ৫-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, শহরের বঙ্গবন্ধু সড়ক ও ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতা-কর্মীরা। সহিংসতা দমনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে আইন-শৃংখলা বাহিনী।

সদর থানার ওসি ফিরোজ খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

(দিরিপোর্ট/এনএইচ/এমএআর/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর