thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১,  ২৯ জমাদিউস সানি 1446

বিড়ালের রাজ্য…

২০১৩ নভেম্বর ২৫ ২২:৪৯:০৯
বিড়ালের রাজ্য…

দিরিপোর্ট ডেস্ক : সব জায়গাতেই বিড়াল। রাস্তাঘাটে, বাড়িতে কিংবা মাঠে সবখানেই দেখা মেলে তাদের। সাদা, কালো, বাদামি, ফ্যাকাশে অথবা একাধিক রঙয়ের মিশ্রণের এসব বিড়ালদের অবাধ চলাফেরা দেখে মনে হবে এ যেন বিড়ালেরই রাজ্য।

জাপানের ফুকুওয়া দ্বীপটি সত্যিকার অর্থেই একটি বিড়ালের রাজ্যে পরিণত হয়েছে। বিশ্ববাসীর কাছে এ দ্বীপটির সন্ধান জাপানেরই একজন আলোকচিত্রী।

ওই আলোকচিত্রী অনেকটা মজা করেই বলেন, দ্বীপটিতে কোনো ইদুর না থাকলেও রয়েছে অসংখ্য বিড়াল। আর এখানকার বিড়ালেরা দলে দলে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। আর রাস্তায় জটলা বাধায়। তবে খাবার নিয়ে তাদের কিন্তু মোটেও ভাবতে হয় না। কারণ এসব আধা-বন্য বিড়ালগুলোর খাবারের যোগান দেন ওই দ্বীপের বাসিন্দা মৎস্যশিকারীরা।

(দিরিপোর্ট/এআইএম/আদসি/ নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর