thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

অবরোধ প্রতিরোধে মাঠে থাকবে আ’লীগ

২০১৩ নভেম্বর ২৫ ২২:৩৬:৩৩
অবরোধ প্রতিরোধে মাঠে থাকবে আ’লীগ

দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৪৮ ঘণ্টার অবরোধ প্রতিরোধে মাঠে থাকবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। নগর আওয়ামী লীগের একাধিক নেতা দিরিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নগর নেতারা জানান, ঢাকার প্রতিটি এলাকা, ওয়ার্ড, থানাসহ সর্বত্র মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবে।নির্বাচন কেন্দ্রভিত্তিক ১৬শ’ কমিটিও সক্রিয় ভূমিকা পালন করবে। কেউ নাশকতা ও নৈরাজ্যের চেষ্টা করবে তা প্রতিহত করা হবে।

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ দিরিপোর্টকে বলেন, ‘অবরোধ প্রতিরোধে আমরা সর্বত্র মাঠে থাকব। ইতোমধ্যেই ঢাকায় নির্বাচন কেন্দ্রভিত্তিক ১৬শ’ কমিটিকে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী দিরিপোর্ট বলেন, ‘মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই রাজপথে অবস্থান নেবেন। কেউ নাশকতার চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে। মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে বিকেল ৩টায় আমরা মিছিল বের করব।’

নগর আওয়ামী লীগের দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন দিরিপোর্টকে বলেন, ‘নির্বাচনী পরিবেশ তৈরি ও প্রতিরোধ একই সঙ্গে চলবে। বিএনপি দেশ অচলের কথা বলেছে। এখন আবার অবরোধ ডেকেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি অবরোধ প্রতিরোধ ও প্রশাসনকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমাদের নির্বাচন কেন্দ্রভিত্তিক ১৬শ’ কমিটি মাঠে নেমে অবস্থান নিয়েছে। তফসিল ঘোষণার পর তারা মিছিল করবে।’

(দিরিপোর্ট/এইউএ/এনডিএস/নভেম্বর ২৫ ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর