thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কমলনগর আ.লীগ কার্যালয়ে ভাঙচুর,অগ্নিসংযোগ

২০১৩ নভেম্বর ২৬ ০৮:৪০:৪৯
কমলনগর আ.লীগ কার্যালয়ে ভাঙচুর,অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে কমলনগরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার তফসিল ঘোষণার পর রাত ৯টার দিকে উপজেলা বিএনপি-জামায়াত শিবির একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় জামায়াত-শিবিরকর্মীরা তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল, টেলিভিশন বের করে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয় বলে দলীয় সূত্রে দাবি করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন রাজু অভিযোগ করে বলেন, ১৮ দলীয় জোটের নেতারা মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। আমরা এ ঘটনায় তীব্র ও প্রতিবাদ জানাই।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত ব্যানার্জি জানান, আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা তিনি শুনেছেন।

(দিরিপোর্ট/আরএইচ/এএস/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর