thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

দাবানলের কারণে অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা

২০১৩ অক্টোবর ২০ ১৬:৩৪:০৭ ০০০০ 00 ০০ ০০:০০:০০
দাবানলের কারণে অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা
দিরিপোর্ট২৪ ডেস্ক : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে দাবানলের কারণে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্য সরকার। খবর আলজাজিরার।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ দাবানল নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার প্রধান এ ঘোষণা দেন।

রাজ্য প্রধান ব্যারি ও’ফ্যারেল জানান, দাবানল নিয়ন্ত্রণের প্রয়োজনীয় যন্ত্রপাতি রবিবারের মধ্যেই এসে যাবে। সিডনির পশ্চিমে নীল পর্বতগুলোতে ঘটা এ অগ্নিকাণ্ডে ধারণাতীত তাপ ও শুষ্কতা অনুভূত হচ্ছে।

অস্ট্রেলিয়ার আগুন নির্বাপন কর্মীরা ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে। তারা এ দাবানলকে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছে।

দাবানলের কারণে ইতিমধ্যে অন্তত ২ শতাধিক বাড়ি পুরোপুরি বিধ্বস্ত ও ১২০ টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/ অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর