thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ডিজিটাল সংস্করণে সত্যজিতের চলচ্চিত্র

২০১৩ নভেম্বর ২৬ ১১:৪৮:০৬
ডিজিটাল সংস্করণে সত্যজিতের চলচ্চিত্র

দিরিপোর্ট ডেস্ক : ডিজিটাল সংস্করণে সত্যজিৎ রায়ের পাঁচটি ছবি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের চলচ্চিত্র পরিবেশক প্রতিষ্ঠান পিভিআর। ছবিগুলো হচ্ছে ‘চারুলতা’, ‘নায়ক’,‘কাপুরুষ ও মহাপুরুষ’, ‘জয় বাবা ফেলুনাথ’ ‘মহানগর’। ছবিগুলো ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করেছে আরডিবি এন্টারটেইনমেন্ট।

এই প্রতিষ্ঠান থেকেই প্রযোজিত হয়েছিল সত্যজিৎ রায়ের ছবিগুলো। পিভিআরের কর্মকর্তা শিলাদিত্য বোরা বলেন, ‘নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অধিকাংশই শুধু সত্যজিৎ রায়ের নাম জানে, কিংবা কেউ কেউ টিভি পর্দায় তার ছবি দেখেছে। বড় পর্দায় আবার তার ছবি মুক্তি দেয়ার ব্যাপারটি ছবিপ্রেমীদের জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার হবে। আমরা তার ছবি ‘মহানগর’ দিয়ে এই যাত্রা শুরু করব, ছবিটি মুক্তি দেয়া হবে ২০১৪ সালের জানুয়ারিতে।’

ভারতের দিল্লি, মুম্বাই, এ ব্যাঙ্গালুরু, আহমেদাবাদ বং পুনেসহ প্রধান কয়েকটি শহরের ১২ থেকে ১৫টি থিয়েটারে দেখানো হবে ছবিগুলো।

(দিরিপোর্ট/এমসি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর