thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আরো সেনা পাঠাবে ফ্রান্স

২০১৩ নভেম্বর ২৬ ১১:৫৪:৩৫
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আরো সেনা পাঠাবে ফ্রান্স

দিরিপোর্ট ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আরো আটশ’ বাড়তি সেনা পাঠাবে ফ্রান্স। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সংঘাত-বিধ্বস্ত দেশটিতে এসব সেনা পাঠানো হবে বলে জানান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী নিকোলাস তিয়াঙ্গায়ে এ কথা জানিয়েছেন।

তিয়াঙ্গায়ে জানান, ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লোরান ফাবিউসের সঙ্গে আলোচনার পর এই চুক্তি হয়েছে। প্রয়োজন হলে ফ্রান্স আরো সেনা পাঠানোর ব্যাপারেও আশ্বাস দিয়েছে বলেও জানান তিয়াঙ্গায়ে।

দেশটিতে রাজধানী বংগুইতে বর্তমানে ফ্রান্সের ৪১০ জন সেনা রয়েছে।

এর আগে জাতিসংঘের উপ-মহাসচিব জান এলিয়াসেন দেশটির চরম বিশৃঙ্খলার ব্যাপারে সতর্ক করে নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চলতি বছরের মার্চ মাসে বিদ্রোহীরা ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে বিশৃঙ্খলা শুরু হয়েছে। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর