thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

নির্বাচন কমিশনে বাড়তি পুলিশ মোতায়ন

২০১৩ নভেম্বর ২৬ ১২:৪৫:০৫
নির্বাচন কমিশনে বাড়তি পুলিশ মোতায়ন

দিরিপোর্ট প্রতিবেদক : তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই পুলিশের বিশেষ টিম সক্রিয় থাকতে দেখা গেছে কমিশন জুড়ে। কমিশনের প্রবেশ পথেও রয়েছে কড়া নিরাপত্তা। সাংবাদিকদের প্রবেশে আরোপ করা হয়েছে কড়াকড়ি। আবার মিডিয়ার গাড়িকেও ঢুকতে দেয়া হচ্ছে না।

সোমবার তফসিল ঘোষণার সংবাদ ছড়িয়ে পরার পর পুলিশের উপস্থিতি বেড়ে যায় এ এলাকা জুড়ে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিও লক্ষণীয়।

এ নিরাপত্তা মঙ্গলবার আরও বেড়ে যায়। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয় পরিকল্পনা মন্ত্রণালয়ের পুরো এলাকা।

এদিকে পুলিশের বিশেষ নিরাপত্তা বাহনও প্রস্তুত রাখা হয়েছে কমিশনের সামনে। অনাকাঙ্খিত যে কোনো নাশকতা মোকাবেলা করতে প্রস্তুত পুলিশ। তাদের একাধিক উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। তোফাজ্জল হোসেন নামের পুলিশের এক পরিদর্শক বলেন, ‘অন্যদিনের চাইতে অনেক বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে এ এলাকায়। নির্বাচনকালীন সময়ে এটি বিশেষ এলাকা বলেই এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

উল্লেখ্য, এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনেও নিরাপত্তা ব্যবস্থা এতো জোরদার ছিলো না।

(দিরিপোর্ট/এমএস/এমসি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর