thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

কুমিল্লায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

২০১৩ নভেম্বর ২৬ ১৩:০০:৫৭
কুমিল্লায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

কুমিল্লা সংবাদদাতা : ১৮ দলের ৪৮ ঘণ্টা অবরোধের প্রথমদিন মঙ্গলবার ভোর ৬টা থেকে জোটের নেতাকর্মীরা কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সারাদেশের মতো কুমিল্লায় পালন করছে জোটের নেতাকর্মীরা।

এদিকে মহাসড়কের চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, বুড়িচং, চান্দিনা ও দাউদকান্দির অংশে জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে মিছিল, অগ্নিসংযোগ ও বিক্ষিপ্তভাবে কয়েটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।

অপরদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার চৌদ্দগ্রামে সোমবার রাতে জামায়াত-শিবির নেতাকর্মীরা ৩০-৪০টি গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত সাড়ে ১০টার দিকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিজিবি সদস্যরা সকাল থেকে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

(দিরিপোর্ট/জেপি/এপি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর