thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হিলি স্থলবন্দর ১০ দিন পর চালু

২০১৩ অক্টোবর ২০ ১৬:৪৮:৩৫
হিলি স্থলবন্দর ১০ দিন পর চালু
হিলি (হাকিমপুর) সংবাদদাতা : দিনাজপুরের হিলি স্থলবন্দর টানা ১০ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে আবার আমদানি-রফতানি বাণিজ্য চালু হয়েছে। দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে ১০ থেকে ১৯ অক্টোবর বন্ধ থাকে বন্দরটি।

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, দুর্গোৎসব ও ঈদুল আজহা উপলক্ষে ১০ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ভারতের সঙ্গে আমদানি-রফতানির সব কার্যক্রম বন্ধ ছিল। রবিবার থেকে আবার বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে।

দুর্গাপূজা ও ঈদে দুই দেশের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টের মাধ্যমে দুই দেশের মধ্যে যাত্রী আসা-যাওয়া স্বাভাবিক ছিল বলে জানান হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. খাজামুদ্দিন।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/এমডি/অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর