thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

মেক্সিকোতে গণকবর থেকে ৪২টি মৃতদেহ উদ্ধার

২০১৩ নভেম্বর ২৬ ১৩:৩৩:১৪
মেক্সিকোতে গণকবর থেকে ৪২টি মৃতদেহ উদ্ধার

দিরিপোর্ট ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলের আবিষ্কৃত গণকবর থেকে এ পর্যন্ত ৪২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সোমবার এ খবর জানানো হয়েছে।

জালিসকো প্রদেশের লা বার্কা শহরে নিখোঁজ দুই ফেডারেল এজেন্টের খোঁজে চালানো অভিযানে ২২টি কবরের সন্ধান পায় কর্তৃপক্ষ।

নিহতদের শরীরে গুলি ও নির্যাতনের চিহ্ন আছে বলে ঘটনাস্থলে থাকা ফেডারেল কর্তৃপক্ষের সদস্যরা জানিয়েছেন। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো কারাম জানান, ‘দুই পুলিশ সদস্য নিখোঁজ হওয়ার পর আমরা তদন্ত শুরু করি।’

তবে গণকবরে পাওয়া মৃতদেহগুলোর মধ্যে ওই দুই পুলিশ সদস্যের মৃতদেহ নেই বলে জানান তিনি।

জালিসকো প্রদেশে মাদক পাচারকারীরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সূত্র: সিএনএন।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর