thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীতে বুধবার আধাবেলা হরতাল

২০১৩ নভেম্বর ২৬ ১৩:৪৩:১৪
রাজশাহীতে বুধবার আধাবেলা হরতাল

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে বুধবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। মিছিলে পুলিশের গুলি ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন আহত হওয়ার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে এ হরতালের ডাক দেওয়া হয়।

মহানগর বিএনপির কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্মমহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, বিনা উস্কানিতে পুলিশ মিছিলের পেছন থেকে গুলি চালায়। এতে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনসহ অন্তত ৭০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে শফিকুল হক মিলন রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হবে বলে মিনু জানান। এ সময় সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট/বিএইচ/এএস/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর