thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাতক্ষীরায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

২০১৩ নভেম্বর ২৬ ১৪:০২:১০
সাতক্ষীরায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুকে (৩২) পিটিয়ে হত্যা করেছে জামায়াত-শিবির।

কলারোয়া উপজেলার আলাইপুর এলাকায় মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবুর বাড়ি কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামে। তার পিতার নাম গোলাম রহমান মোড়ল।

নিহত যুবলীগ নেতার ভাই কলারোয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ জানান, তার ভাই বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলারোয়া শহরে তার ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছ্বাস এন্টারপ্রাইজে যাচ্ছিলেন। আলাইপুরে পৌঁছলে জামায়াত-শিবিরকর্মীরা তাকে ব্যাপক লাঠিপেটা করে।

লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। পড়ে অবস্থা খারাপ হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ হাসান দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান ঘটনাটি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ঘটনাটি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

(দিরিপোর্ট/এমআরইউ/এফএস/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর