thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

৪৮ ঘণ্টার মধ্যে বিলবোর্ড-পোস্টার সরানোর নির্দেশ

২০১৩ নভেম্বর ২৬ ১৪:০৮:৫১
৪৮ ঘণ্টার মধ্যে বিলবোর্ড-পোস্টার সরানোর নির্দেশ

দিরিপোর্ট প্রতিবেদক : আগামী নির্বাচনের জন্য সারাদেশে সম্ভাব্য প্রার্থীদের আগাম সাঁটানো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কমিশন থেকে এ নির্দেশ সম্বলিত চিঠি পাঠানো হচ্ছে মঙ্গলবার। মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সারাদেশের রিটার্নিং অফিসারদের এ চিঠি পাঠাবে কমিশন।

রিটার্নিং অফিসার কাছে দেওয়া এ চিঠিতে গণবিজ্ঞপ্তি জারি, সহকারি রিটার্নিং অফিসারদের এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টন, মনোনয়নপত্র বিতরণের সময়ে এলাকাভিত্তিক ভোটার তালিকার সিডি বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের মাধ্যমে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিতের জন্য চিঠিতে উল্লেখ রয়েছে। তাছাড়া মনোনয়পত্র দাখিল বাছাই ও প্রত্যাহারের সময় প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকসহ রিটার্নিং অফিসারের কাছে পাঁচজনের বেশি যাতে প্রবেশ করতে না পারে এ বিষয়েও পুলিশ কমিশনারসহ রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

আচরণবিধি অনুযায়ী নির্বাচনের ২১ দিন আগে প্রার্থীরা তাদের প্রচার চালাতে পারবে। যেসব প্রার্থী এ আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনারও কথা রয়েছে।

কমিশন থেকে চিঠি পাঠানোর পর স্থানীয়ভাবে জেলা রিটার্নিং অফিসার এ নির্দেশনা বাস্তবায়ন করবেন। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন।

(দিরিপোর্ট/এমএস/এমসি/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর