thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মধ্যপাড়া শিলাখনিতে দ্বিতীয় দিনেও ধর্মঘট চলছে

২০১৩ নভেম্বর ২৬ ১৪:২৪:২৫
মধ্যপাড়া শিলাখনিতে দ্বিতীয় দিনেও ধর্মঘট চলছে

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শ্রমিকরা অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। পাঁচ দফা দাবিতে খনির ৩০৮ শ্রমিক কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

খনিতে কাজ করা শ্রমিকরা জানান, কঠিন শিলাখনির শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করলেও তাদের দাবির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এসব দাবিতে গত এক মাস ধরে খনিতে শ্রমিক অসন্তোষ বিরাজ করছে। বিভিন্ন সময়ে তারা পালন করেছেন কর্মবিরতি।

পাঁচ দফা দাবি হলো- তৃতীয় পক্ষের টেন্ডার প্রথা বাতিল করে সরাসরি কোম্পানির অধীনে চাকরি প্রদান, ডিপ্লোমাধারী শ্রমিকদের নিয়মিত চাকরি, বহিষ্কৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, সরকার ঘোষিত ২০ ভাগ মহার্ঘ্যভাতা প্রদান ও কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ।

মধ্যপাড়া কঠিন শিলাখনির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম জানান, পাঁচ দফা দাবি পূরণের জন্য শ্রমিকরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। আমাদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বরং বিনাদোষে আট শ্রমিকের চাকরি কেড়ে নিয়েছে কর্তৃপক্ষ। তাই সাধারণ শ্রমিকদের দাবি আদায়ের জন্য আমরা এই কর্মসূচি শুরু করেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগ দিব না।

মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আব্দুল হান্নান মীর জানান, সরকারি প্রজ্ঞাপন ও তাদের দাবি অনুযায়ী ২০ ভাগ মহার্ঘ্যভাতা দেওয়া সম্ভব নয়। তারপরও আমরা শ্রমিকের স্বার্থে তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো।

(দিরিপোর্ট/এমআর/এএস/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর