thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বরিশালে চিকিৎসাধীন ব্যবসায়ীর মৃত্যু

২০১৩ নভেম্বর ২৬ ১৫:২৩:১০
বরিশালে চিকিৎসাধীন ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল সংবাদদাতা : আহত কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৩) মঙ্গলবার ভোরে বরিশালের শের-ই-বাংলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত রফিকুল মেহেরপুর জেলার শেরপুরের আ. রাজ্জাকের পুত্র।

হাসপাতালে চিকিৎসাধীন রফিকুলের সঙ্গী আবু নাঈম জানান, মেহেরপুর থেকে সবজী নিয়ে তারা বরিশালের গৌরনদীর টরকী বন্দরে আসছিলেন। মাদারীপুরের কালকিনী বন্দরে সোমবার মধ্যরাতে পিকেটাররা তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। এ ঘটনায় রফিকুলসহ সে আহত হন। তাদের বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বরিশালের সীমান্তবর্তী কালকিনীতে এ ঘটনা ঘটে।

তিনি আরো জানান, ইটের আঘাতে নয়, শুনেছি গাছের ডালের আঘাত তারা আহত হন।

(দিরিপোর্ট/বিএস/এমএইচও/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর