thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কঠোর থেকে কঠোরতর হওয়ার আহবান

২০১৩ নভেম্বর ২৬ ১৫:২৬:১৭
কঠোর থেকে কঠোরতর হওয়ার আহবান

দিরিপোর্ট প্রতিবেদক : নৈরাজ্য দমনে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর থেকে কঠোরতর হওয়ার আহবান জানিয়েছে ১৪ দল।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৪ দলের বৈঠক থেকে এ আহবান জানানো হয়।

বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দল বিশ্বাস করে, নির্বাচনী তফসিল ঘোষণার পর মানুষকে কোন রকম ভয়ভীতি দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখা যাবে না। জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে।’

তিনি বলেন, আমরা গভীরভাবে লক্ষ্য করছি, সোমবার সন্ধ্যা থেকে একটি অশুভ শক্তি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারকে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিতে হবে। যারা এই নৈরাজ্য করছে, তাদের সঙ্গে জনগণ নেই, গুটিকয়েক এই অশুভ শক্তির কাছে মানুষ জিম্মি হয়ে থাকতে পারে না।’

নির্বাচনী তফসিল ঘোষণার জন্য নিবার্চন কমিশনকে আন্তরিক অভিনন্দন জানিয়ে নাসিম বলেন, ‘একটি রাজনৈতিক গোষ্ঠী তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেই রেললাইন উপড়ে ফেলছে, পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করছে, সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, মৃণাল কান্তি দাস, নূরুর রহমান সেলিম, শরীফ নূরুল আম্বিয়া, আনিসুর রহমান মল্লিক, শিরীন আকতার, সুজিত রায় নন্দী, এস কে শিকদার, এনামুল হক শামীম, আফজাল হোসেন, রেজাউর রশিদ খান, শহীদুল্লাহ শিকদার প্রমুখ।

(দিরিপোর্ট/বিকে/এসবি/এমএআর/নভেম্বর ২৬, ২০১৩)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর