thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

‘নাশকতা রোধে সর্বোচ্চ ব্যবস্থা’

২০১৩ নভেম্বর ২৬ ১৫:৩৩:০২
‘নাশকতা রোধে সর্বোচ্চ ব্যবস্থা’

দিরিপোর্ট প্রতিবেদক : কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

ঢাকা মহানগর পুলিশ সদর দফতরের নিচ তলায় মঙ্গলবার দুপুরে রমনা এলাকায় গ্রামীণ ফোন থ্রিজি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বেনজীর আহমেদ বলেন, শান্তিপূর্ণ কোন কর্মসূচির উপর পুলিশ কখনো গুলি চালায়নি। বরং মিছিল থেকে পুলিশের উপর ককটেল নিক্ষেপের পর পুলিশ আত্মরক্ষার্থে ব্যবস্থা নেয়।

পিকেটিংয়ের নামে নাশকতা রোধে মোবাইল কোর্টসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

কমিশনার আরো বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। গ্রামীণ ফোনের সঙ্গে ডিএমপির ভালো গ্রাহক সম্পর্ক রয়েছে। পুলিশের অবকাঠামো পরিবর্তনে গ্রামীণ ফোনকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের আয়তনের তুলনায় লোকবল খুবই কম। আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি তাহলে আমাদের সমস্যাগুলো সহজে চিহ্নিত করতে পারব। আজ থেকে রমনা এলাকার জনগণ গ্রামীণ ফোনের থ্রিজি উপভোগ করতে পারবেন বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ ফোনের কর্মকর্তাসহ ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট/ডি/এসবি/এমএআর/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর