thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বগুড়ায় নির্বাচন অফিসে আগুন

২০১৩ নভেম্বর ২৬ ১৫:৪৪:২৪
বগুড়ায় নির্বাচন অফিসে আগুন

বগুড়া সংবাদদাতা : বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারপিট করে অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ৫-৬ জন যুবক অফিসে এসে তাকে মারপিট করেন। এক পর্যায়ে তারা অফিসের কাগজপত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। আসবাবপত্র, ল্যাপটপ, ক্যামেরা, ক্যামেরার স্ট্যান্ড, ভোটার তালিকা, আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এ সময় তিনি ছাড়াও কম্পিউটার অপারেটর সুলতান মাহমুদ (২৫) আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডে কারা জড়িত তা প্রাথমিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। অপরাধীরা যেখানেই থাক পুলিশ তাদের আইনের আওতায় আনবে।

(দিরিপোর্ট/এএইচ/এসবি/এএস/নভেম্বর/২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর