thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চুয়াডাঙ্গায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

২০১৩ নভেম্বর ২৬ ১৬:০২:৪২
চুয়াডাঙ্গায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

চুয়াডাঙ্গা সংবাদদাতা : জেলায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

শহরের ফেরিঘাট রোডে মঙ্গলবার সকাল ১১টায় অবরোধের সমর্থনে ছাত্রদল একটি মিছিল বের করে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে।

এ ছাড়া শহরের কলেজ রোডে ছাত্রদলের নেতাকর্মীরা আগুন ধরিয়ে প্রধান সড়কের অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেন।

অপরদিকে অবরোধের সমর্থনে সকাল ১০টায় জেলার দামুড়হুদা উপজেলা শহরে রাস্তা অবরোধ করে মিছিল করার সময় পুলিশ দুজনকে আটক করে।

আটকরা হলেন- দামুড়হুদা উপজেলা বিএনপি সভাপতি ও সংগ্রাম কমিটির আহবায়ক লিয়াকত আলী শাহ ও হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজ মিয়া।

(দিরিপোর্ট/আরএইচ/এমএইচও/এএস/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর