thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

কুমিল্লায় গুলিতে বিএনপিকর্মী নিহত

২০১৩ নভেম্বর ২৬ ১৬:০৬:১৮
কুমিল্লায় গুলিতে বিএনপিকর্মী নিহত

কুমিল্লা সংবাদদাতা : জেলার লাকসামে ১৮ দলীয় জোটের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় লাকসামের দৌলগঞ্জ রেলগেটে এ ঘটনা ঘটে।

নিহতের নাম বাবুল মিয়া (৩৫)। তিনি পেশায় রিক্সাচালক। তার বাড়ি উপজেলার কান্দিরপাড় উনিয়নের অশ্বতোলা গ্রামে।

বিএনপির দাবি, নিহত বাবুল কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে ১৮ দলের নেতা-কর্মীরা লাকসামের দৌলতগঞ্জ রেলগেটে অবস্থান নেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বাবুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য ও ১৮ দলের ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক জানান, নিহত বাবুল কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, শিবিরের গুলিতে বাবুল নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে।

(দিরিপোর্ট/এমএইচ/এসবি/এমএআর/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর