thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

পরিস্থিতি অনুযায়ী সেনা মোতায়েন : জাবেদ আলী

২০১৩ নভেম্বর ২৬ ১৬:১০:১২
পরিস্থিতি অনুযায়ী সেনা মোতায়েন : জাবেদ আলী

দিরিপোর্ট প্রতিবেদক : পরিস্থিতি অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে দুপুর ২টার দিকে সাংবাদিকদের একথা বলেন।

তিনি আরো বলেন, আগামী দু-একদিনের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে কমিশন বৈঠকে বসবে।

অপর এক প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, শীঘ্রই আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রিটার্নিং অফিসারদের নির্দেশনা পাঠাবো। নির্বাচনী তফসিল ঘোষণার আগে যেসব সম্ভাব্য প্রার্থী নির্বাচনী বিলবোর্ড, পোস্টার, ব্যানার বিভিন্ন জায়গায় সেঁটেছেন, সেগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। যারা এ আদেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(দিরিপোর্ট/এমএস/এপি/এমএআর/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর