thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

আরুশি হত্যাকাণ্ডে ফাঁসির আদেশ দেওয়ার সুপারিশ

২০১৩ নভেম্বর ২৬ ১৬:১১:৩৩
আরুশি হত্যাকাণ্ডে ফাঁসির আদেশ দেওয়ার সুপারিশ

দিরিপোর্ট ডেস্ক: ভারতের আলোচিত আরুশি হত্যাকাণ্ডকে বিরলতম ঘটনা হিসেবে অভিহিত করে দোষী মা-বাবা রাজেশ তালোয়ার ও নুপুর তলোয়ারের ফাঁসির রায় দেওয়ার সুপারিশ করেছে সিবিআই।

সিবিআইয়ের বিশেষ আদালত মঙ্গলবার এ মামলায় রায় ঘোষণা করবে।

পাঁচ বছর আগে রহস্যময় আরুশি তলোয়ার হত্যাকাণ্ড সংগঠিত হয়। এ ব্যাপারে সোমবার তার বাবা-মাকে নিজ মেয়েকে ঠাণ্ডা মাথায় খুন করার অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত।

আদালতে অপরাধ প্রমাণ হলে ফাঁসির আদেশ হতে পারে তলোয়ার দম্পতির।

২০০৮ সালের মে মাসের ১৪ থেকে ১৬ তারিখের মধ্যে নোয়দা এলাকায় নিজ বাড়িতে মেয়ে আরুশি ও ৪৫ বছর বয়সী গৃহকর্মী হেমরাজকে খুন করেন ওই দন্তচিকিৎসক দম্পতি। তাদের বেডরুমের পাশের ঘর থেকে উদ্ধার করা হয় আরুশির গলাকাটা লাশ।

তাৎক্ষণিকভাবে পুলিশ আরুশি হত্যার জন্য হেমরাজকে সন্দেহ করে। কিন্তু আরুশির লাশ উদ্ধারের পরের দিন পুলিশ হেমরাজের লাশ উদ্ধার করে। ফলে এ জোড়া হত্যাকাণ্ডের জন্য তলোয়ার দম্পতিকেই সন্দেহ শুরু করে পুলিশ।

আইনজীবীরা জানান, মেয়ের সঙ্গে গৃহকর্মীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দুইজনকেই খুন করেন রাজেশ।

ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ২০৩ ধারায় তালোয়ার দম্পতিকে আরুশি-হেমরাজ জোড়া হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

তলোয়ার দম্পতি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। আদালত তাদের দোষী সাব্যস্ত করার পর তারা কান্নায় ভেঙে পড়েন। সূত্র: জিনিউজ, এনডিটিভি

(দিরিপোর্ট/কেএন/এসকে/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর