thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

বঙ্গভবনে সুশীল সমাজ

২০১৩ নভেম্বর ২৬ ১৭:৫২:১৬
বঙ্গভবনে সুশীল সমাজ

দিরিপোর্ট প্রতিবেদক : গণফোরাম সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে গেছেন সুশীল সমাজের একটি প্রতিনিধি দল।

দলের অন্য সদস্যরা হলেন- আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিকসহ ৬-৭ জন।

বঙ্গভবনে সুশীল সমাজের নেতাদের নিয়ে ড. কামাল হোসেনের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে মোস্তফা মহসীন মন্টু দিরিপোর্টকে বলেন, ‘সারাদেশ জ্বলছে। সরকারি দলের একগুয়েমি আর বিরোধী দলের অবরোধের কারণে দেশ অচল হয়ে আছে। এ বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করার জন্যই মূলত ড. কামাল হোসেন বঙ্গভবনে যাচ্ছেন।’

উল্লেখ্য, ২০০৬ সালের ২২ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে সারাদেশ যখন সহিংস হয়ে উঠেছিল সে সময়ও সুশীল সমাজের প্রতিনিধিরা বঙ্গভবনে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছিলেন। তারা সহিংস রোধে রাষ্ট্রপতিকে ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছিলেন।

(দিরিপোর্ট/এসএ/এনডিএস/এমডি/নভেম্বর ২৬,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর