thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বাতাসে উড়ছে অস্ট্রেলিয়ান মিডিয়া

২০১৩ নভেম্বর ২৬ ১৭:৫৭:২২
বাতাসে উড়ছে অস্ট্রেলিয়ান মিডিয়া

দিরিপোর্ট ডেস্ক : অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৩৮১ রানে হারিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া যেনো আকাশে উড়ছে। স্বাভাবিকভাবেই বেজায় উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ান মিডিয়া। মঙ্গলবার পত্রিকাগুলোতে লেখা হয়েছে, ধারা পাল্টে গেছে, সব অপরাধ ধুয়ে মুছে যাচ্ছে| অথচ ৩ মাস আগে ইংল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে হেরেছিল অহমবোধী অস্ট্রেলিয়া। সেই চিরশত্রুদের হারিয়ে অনেকটাই স্বস্তিতে তারা।

ব্রডশিটের প্রথম পাতায় লেখা হয়েছে, ‘ক্লার্ক অ্যান্ড কোং আবারও নিজেদের শক্তি দেখাচ্ছে।’

৫ টেস্ট সিরিজেজয়ে শুরু করে অস্ট্রেলিয়ানরা টানা ৯ ম্যাচে জয় বঞ্চিত থাকার অবসাদও ঘুচিয়েছে। যেভাবে দাপটের সঙ্গে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়ান দল, তাতে করে উচ্ছ্বসিত ট্যাবলয়েড দ্য সিডনি হেরাল্ড লিখেছে, অ্যাশেজটা মুড়ে একটা ট্রে’র মধ্যে রেখে দাও। ইতিহাস বলছে অ্যাশেজের ওপর ইংল্যান্ডের দখলদারিত্বের মেয়াদ শেষ হচ্ছে।

সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় লেখা হয়েছে, অস্ট্রেলিয়ানদের মানসিক বাধা কেটে গেছে। প্রতিপক্ষ কি বলছে; না বলছে, তাতে কিছুই আসে যায় না। বড় কথা হচ্ছে বর্তমান ইংলিশ দলটাকে হারানোর ক্ষমতা দেখিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ইংল্যান্ড দলে হারের কোনো শঙ্কা ছিলনা। মাত্র ৪ দিনের ক্রিকেট সবকিছু পাল্টে দিয়েছে।

পত্রিকাটির ক্রিকেট লেখক ম্যালকম নক্স বলেছেন, ‘অস্ট্রেলিয়ার কাছ থেকে বড় রকমের একটা ধাক্কা পাওনা ছিল ইংল্যান্ডের; যা অতীতে কখনোই ঘটেনি। অতীতে বেশ কয়েকবার অস্ট্রেলিয়াকে জয় হাতছাড়া করতে দেখে ইংলিশরা মনে করছিল, এবারো সেরকম কিছু ঘটবে। ওটার জন্য অপেক্ষা করতে গিয়ে ইংল্যান্ড দল প্রয়োজনের সময় জ্বলে ওঠতে পারেনি।’

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর