thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ব্রাজিলের নতুন অস্ত্র বর্ণিল জার্সি

২০১৩ নভেম্বর ২৬ ১৮:৪২:০৯
ব্রাজিলের নতুন অস্ত্র বর্ণিল জার্সি

দিরিপার্ট ডেস্ক : ব্রাজিলেই বিশ্বকাপ; নতুন জার্সিতে আরও বেশি বিকশিত দলটি। যা দেশের ফুটবলপ্রাণ ভক্তদের উন্মাদনায় উজ্জ্বীবিত করছে। তাই শিরোপায় চোখ তাদেরই পড়তে পারে। যে দলের ত্রাতা খোদ লুই ফিলিপ স্কোলারি; সে দলকে নিয়ে আশার আলো জ্বলবেই। দলে আছেন নেইমার ‘মিশাইল’; আছে দাভিজ লুইজ-থিয়াগো সিলভার মতো ফুটবলবুলেট, সেখানে বাড়তি প্রত্যাশাই স্বাভাবিক।

নতুন জার্সি উদ্বোধনের পরই স্কোলারি বলেছেন, ‘নতুন জার্সি দেখতে বেশ সুন্দর হয়েছে৷ এই জার্সি ফুটবলারদের জাগিয়ে তুলবে। কিন্তু একটা জিনিসই এতে নেই৷ তা হচ্ছে ষষ্ঠ তারা৷ আমরা এবারের বিশ্বকাপের পরই সেই শূন্যস্থান পূরণ করে দেব।’ সংযোগ করেছেন, ‘ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর ব্রাজিল৷’

অনুষ্ঠানে নতুন জার্সির বিজ্ঞাপনে মধ্যমণি ব্রাজিলের ফুটবলের নতুন পোস্টারবয় বার্সেলোনার তারকা নেইমার৷ তার সঙ্গে ছিলেন দাভিদ লুইজ এবং থিয়াগো সিলভা৷ব্রাজিলের ২০১৪ বিশ্বকাপের এই জার্সির স্পন্সর নাইকি।চোখ ধাঁধানো এই জার্সি নিয়ে নতুন যুদ্ধে নামারই ইঙ্গিত দিয়েছে নাইকি৷ কারণ ব্রাজিলের জার্সি বিশ্বব্যাপী বাজারে সব থেকে বেশি বিক্রি হয়৷ স্বাভাবিকভাবেই ব্রাজিলে যার চাহিদা সব চেয়ে বেশি৷ নাইকি মনে করছে, ২০১৭ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম বাজার হিসেবে আমেরিকা এবং চীনের পর আত্মপ্রকাশ করবে ব্রাজিল৷ বাজার দখল করতে এমনিতেই নাইকির সঙ্গে মারাত্মক রেষারেষি অ্যাডিডাসের৷ সম্প্রতি জার্মান কোম্পানি আদিদাস জানিয়েছে, ফিফার সঙ্গে তারা চুক্তি পুর্নবিকরণ করেছে ২০৩০ সাল পর্যন্ত৷

১৯৭০ সালে প্রথম এই চুক্তি করে তারা৷ এই চুক্তির ফলে অ্যাডিডাস ম্যাচের বল, কর্মী এবং ভলেন্টিয়ার্সদের কিট সরবরাহ করে৷ ফলে বিশ্বকাপের মঞ্চকে তারা বিজ্ঞাপনের কাজে দুর্দান্তভাবে ব্যবহার করবে৷ ব্রাজিলে যে হেতু এ বার বিশ্বকাপের আসর বসছে, তাই বিশ্বকাপের সময় বিজ্ঞাপনী প্রচারে তারা কিছুটা হলেও সুবিধে পাবে নাইকির তুলনায়৷ নাইকির সঙ্গে ব্রাজিলের ফুটবল সংস্থার চুক্তি ১৯৯৭ সাল থেকে৷ নেইমারের সঙ্গেও তারা সম্প্রতি নতুন চুক্তি করেছে৷ তাই নিজের বাজার ধরে রাখতে আগে থেকেই আসরে নেমে পড়েছে নাইকি৷

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর