thereport24.com
ঢাকা, বুধবার, ২৬ ফেব্রুয়ারি 25, ১৩ ফাল্গুন ১৪৩১,  ২৭ শাবান 1446

জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার

২০১৩ নভেম্বর ২৬ ১৯:১১:৪৯
জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার

দিরিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন রাজধানীর গুলশান- ১ এ ইমানুয়েল কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এরশাদের প্রেস এ- পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবারই মনোনীত প্রার্থীদের মনোনয়নের চিঠি প্রদান করা হবে।

সুনীল শুভরায় দিরিপোর্টকে জানান, বিরোধী রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচির কারণে ২৭, ২৮ ও ৩০ নভেম্বর তারিখের নির্ধারিত সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।

২৯ নভেম্বর একদিনেই সকল প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে মনোনয়নপত্র বিক্রির শেষ দিন মঙ্গলবার পর্যন্ত মোট ১৪৯৮টি আবেদনপত্র বিক্রি হয়েছে।

(দিরিপোর্ট/এসএ/এসবি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর