thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জকিগঞ্জে সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ২

২০১৩ নভেম্বর ২৬ ১৯:১৫:১৮
জকিগঞ্জে সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ২

সিলেট সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় দুই জন নিহত হয়েছেন।

উপজেলার কাজলশার ইউনিয়নের নয়াগ্রামে মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই গ্রামের জমির আলীর ছেলে খসরু মিয়া ও মৃত সনজিদ আলীর ছেলে মখলিছ মিয়া।

এ ঘটনার পর বিকেলে আফিয়া বেগম ও নাজমা বেগম নামের দুই নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বাড়ির সীমানা নিয়ে চাচাতো ভাই শাহাদতের সঙ্গে বিরোধের জের ধরে সকালে ঝগড়ার এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় খসরু ও মখলিছকে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইউনূস মিয়া দিরিপোর্টকে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(দিরিপোর্ট/এমজেসি/এনডিএস/নভেম্বর ২৬,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর