thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

‘বিতর্কিত সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না’

২০১৩ নভেম্বর ২৬ ১৯:৩৮:৫৬
‘বিতর্কিত সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না’

দিরিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ। কামরাঙ্গীরচরের মাদ্রাসায় মঙ্গলবার বিকেলে দলের এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত না করে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা প্রমাণ করে সিইসি আওয়ামী লীগের ফরমান বাস্তবায়নে ব্যস্ত। তাই এ বিতর্কিত সিইসির অধীনের সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এ তফসিল ঘোষণার ফলে বিরোধীদলগুলোর সাথে সমঝোতার পথ বন্ধ হয়ে গেল।

মাওলানা আশরাফ আরো বলেন, একতরফা নির্বাচনে রাষ্ট্রীয় অর্থ ব্যয় হলেও তা দেশবাসীর কোনো কল্যাণে আসবে না। গণতান্ত্রিক কোনো রাষ্ট্রের কাছেই একতরফা নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। তিনি জনগণের জানমালের হেফাজত ও দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষে দ্রুত ঘোষিত তফসিল বাতিল করার আহবান জানান। এছাড়াও প্রধান বিরোধী দলকে নির্বাচনে আনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য রাষ্ট্রপতিকে কার্যকর ভূমিকা রাখারও আহবান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা মহাম্মাদ জাফরুল্লাহ খান, যুগ্ম-মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, সহকারি মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রমুখ।

(দিরিপোর্ট/কেএ/এমএইচও/এমডি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর