thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

‘বিরোধী দল ছাড়া নির্বাচন হলে গণতন্ত্রের বিপর্যয়’

২০১৩ নভেম্বর ২৬ ২১:০৪:২২
‘বিরোধী দল ছাড়া নির্বাচন হলে গণতন্ত্রের বিপর্যয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী দল ছাড়া নির্বাচন হলে দেশে গণতন্ত্রের বিপর্যয় ঘটবে বলে দাবি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। তিনি বলেছেন, ‘দেশে চলমান সঙ্কট ও অচলাবস্থা নিরসনে রাষ্ট্রপতি সচেষ্ট আছেন। ’

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত শেষে এ কথা জানান তিনি।

ড. আকবর আলি বলেন, ‘আমরা আমাদের উদ্বেগের কথা রাষ্ট্রপতিকে জানিয়েছি। রাষ্ট্রপতি সঙ্কট সমাধানের চেষ্টা করছেন। তবে সুনির্দিষ্ট কোন প্রস্তাবনা দেইনি। আমরা রাষ্ট্রপতিকে বলেছি বিরোধী দল ছাড়া নির্বাচন হলে দেশের গণতন্ত্র বিপর্যয় হবে।’

এর আগে গণফোরাম সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করতে যান সুশীল সমাজের একটি প্রতিনিধি দল। এতে ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, সাবেক সচিব ড. আকবর আলি খান, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিকসহ ৬ জনের প্রতিনিধি।

প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে বঙ্গভবনের সামনে ব্রিফিং করেন ড. আকবর আলি খান।

প্রসঙ্গত ২০০৬ সালের ২২ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে সারাদেশ যখন সহিংস হয়ে উঠেছিলো সেসময়ও সুশীল সমাজের নেতারা বঙ্গভবনে দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছিলেন।সে সময় তারা সহিংসরোধে রাষ্ট্রপতিকে ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছিলেন।

(দ্য রিপোর্ট/সাআ/এমডি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর