thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

স্কটল্যান্ডের স্বাধীনতার শ্বেতপত্র প্রকাশ

২০১৩ নভেম্বর ২৬ ২১:১৯:৩৬
স্কটল্যান্ডের স্বাধীনতার শ্বেতপত্র প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভে ৬৭০ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করেছে স্কটল্যান্ড। শ্বেতপত্রটিকে ভবিষ্যতের ‘মিশন স্টেটমেন্ট’ উল্লেখ করে মঙ্গলবার তা প্রকাশ করেন দেশটির ক্ষমতাসীন সরকারের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সালমন্ড। খবর আলজাজিরা ও বিবিসির।

গ্লাসগোতে শ্বেতপত্রটি প্রকাশের পর সালমন্ড বলেন, ‘স্কটল্যান্ডের ভবিষ্যত এখন স্কটল্যান্ডের হাতে।’

তিনি আরো বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত নয়, বিরেোধী দলের নয়, গণমাধ্যমের নয়; এটা জনগণের সিদ্ধান্ত।’

এটা যুক্তরাজ্যের অধীনতা থেকে বেরিয়ে দেশটির অর্থনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক ভিত্তি তৈরি করতে সাহায্য করবে বলেও জানান তিনি।

শ্বেতপত্রে স্বধীন স্কটল্যান্ডের অর্থব্যবস্থা, কর, শিশুর যত্ন, কল্যাণসহ অনেক বিষয়ের বিস্তারিত বর্ণণা দেওয়া হয়েছে।

শ্বেতপত্রে বলা হয়েছে, ব্রিটেনের রাণী নতুন দেশটিরও রাণী হিসেবে থাকবেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ বজায় থাকবে। নিজস্ব প্রতিরক্ষা বাহিনী থাকবে।

এখানে যে করের উল্লেখ আছে এর চেয়ে বেশি কর ধার্য করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন সালমন্ড।

তিনি জানান, পারমাণবিক প্রকল্পে স্কটল্যান্ডের করের অর্থ ব্যয় করা হবে না এবং দেশটিতে থাকা যুক্তরাজ্যের পারমাণবিক মিসাইলগুলো সরিয়ে নিতে হবে।

দেশটির ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির প্রধান সালমন্ড বলেন, ‘স্কটল্যান্ড হবে ধনী ও স্বচ্ছ রাষ্ট্র।’

আগামী বছরের ১৮ সেপ্টেম্বর স্বাধীনতা লাভে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হবে।

স্কটল্যান্ডের এই ঘোষণার পর একত্রিত থাকার প্রচারণা শুরু করেছে যুক্তরাজ্য। উভয় দেশের মধ্যকার ৩শ বছরের মিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর