thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বিসিবির কমিটি স্থায়ী হচ্ছে

২০১৩ নভেম্বর ২৬ ২১:৪৭:৪০
বিসিবির কমিটি স্থায়ী হচ্ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের জরুরি সভা বুধবার অনুষ্ঠিত হবে। এ সভায় অস্থায়ী কমিটি স্থায়ী হতে যাচ্ছে। সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হবে। বৈঠকের মধ্য দিয়ে স্থায়ীভাবে কাজ শুরু করবে বিসিবি। এখন অস্থায়ী কমিটির পরিচালকদের দিয়েই বিসিবি চলছে।

বিসিবির নির্বাচনের পর গত ১০ অক্টোবর একটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এরপর গত দেড় মাসে আর কোনো সভা অনুষ্ঠিত হয়নি। বুধবার দুপুর সাড়ে ১২টায় জরুরি বোর্ড সভায় সভাপতিত্ব করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এটি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটির দ্বিতীয় বোর্ড সভা।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘কাল (বুধবার) বোর্ড সভা অনুষ্ঠিত হবে। রুটিন মাফিক বিষয়গুলোই সভার এজেন্ডা হিসেবে থাকবে।’ বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, ‘আমরা বোর্ড সভার ই-মেইল পেয়েছি। মুঠোফোনে ক্ষুদে বার্তাও পেয়েছি।’

আকরাম খান প্রধান নির্বাচক থেকে পদত্যাগ করায় সভায় প্রধান নির্বাচক নিয়োগ হতে পারে। এছাড়া টোয়েন্টি২০ বিশ্বকাপের ভেন্যুর অগ্রগতি, জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের মেয়াদ বাড়ানোর বিষয়টি আলোচিত হতে পারে। সঙ্গে সহ-অধিনায়ক নিয়েও আলোচনা হতে পারে। তবে সভার মূল এজেন্ডা থাকবে বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন। নির্বাচিত হয়ে প্রায় ২ মাস কাটিয়ে দিলেও এ কমিটিগুলো গঠন করা হয়নি। কোন পরিচালক কোন কমিটির দায়িত্ব পালন করবেন; তা ঠিক হয়নি। এ সময়ে গত আহ্বায়ক কমিটির সদস্যরাই বিসিবি চালাচ্ছেন। আবার এ কমিটির অনেকেই রয়েছেন নির্বাচিত কমিটিতে। তাই বোর্ড চালাতে তেমন অসুবিধা হয়নি। শওকত আজিজ রাসেল, তানজিল চৌধুরী, কাজী ইনাম আহমেদ, শেখ সোহেল, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, হানিফ ভুইয়া, আকরাম খান, খালেদ মাহমুদদের মতো নতুন পরিচালকরা কোনো কমিটির দায়িত্বেই ছিলেন না। এবার তারা দায়িত্ব পেতে যাচ্ছেন।

(দিরিপোর্ট২৪/এএস/এইচএসএম/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর