thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

ঢাবি সিনেটে সিন্ডিকেট ও ফিন্যান্স কমিটির সদস্য নির্বাচিত

২০১৩ নভেম্বর ২৬ ২১:৫৬:২৭
ঢাবি সিনেটে সিন্ডিকেট ও ফিন্যান্স কমিটির সদস্য নির্বাচিত

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর সংশ্লিষ্ট আর্টিক্যাল ও বিধান অনুযায়ী তিনজন সিন্ডিকেট সদস্য ও একজন ফিন্যান্স কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে শনিবার সিনেটের বার্ষিক অধিবেশনে তাদেরকে সিন্ডিকেট ও ফিন্যান্স কমিটির সদস্য মনোনীত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিক্যাল ২৩(১) (এইচ) অনুযায়ী বিশিষ্ট নাগরিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সুপারনিউমারি অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য, আর্টিক্যাল ২৩(১)(ই) অনুযায়ী শিক্ষাবিদ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আজিজ ও আর্টিক্যাল ২৩(১)(ই) অনুযায়ী রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হিসাবে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এসএম বাহালুল মজনুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া, আর্টিক্যাল ৩১(১)(এফ) অনুযায়ী রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

(দিরিপোর্ট/জেএইচ/এমএইচও/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর