thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

জয়ে মুক্তিযোদ্ধা গ্রুপ চ্যাম্পিয়ন

২০১৩ নভেম্বর ২৬ ২২:১৯:৫৬
জয়ে মুক্তিযোদ্ধা গ্রুপ চ্যাম্পিয়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : কোয়ার্টার ফাইনালে ওঠার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ খেলায় মুক্তিযোদ্ধা গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল শেখ রাসেল। ২ ম্যাচে জয় পাওয়া মুক্তিযোদ্ধা ৩-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

গত মৌসুমে তিনটি শিরোপা জিতেছিল শেখ রাসেল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা তেমন সুবিধা করে উঠতে পারেনি। পুরো ম্যাচে বলার মতো একটাই সুযোগ পেয়েছে শেখ রাসেল। অন্যদিকে ম্যাচের ৫৯ মিনিটেই এগিয়ে যেতে পারত মুক্তিযোদ্ধা। তাদের নাইজেরীয় মিডফিল্ডার এলেটার দুর্দান্ত শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে এর ৩ মিনিট পরই কিংসলেই মুক্তিযোদ্ধাকে এনে দিয়েছেন দারুণ এক জয়(১-০)।

(দ্য রিপোর্ট/এএস/এইচএসএম/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর