thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

দক্ষিণ কোরিয়ায় এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল

২০১৩ নভেম্বর ২৬ ২২:৪৯:৩৮
দক্ষিণ কোরিয়ায় এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া জয়েন্ট বিজনেস প্রোমোশন কাউন্সিল মিটিংয়ে যোগদানে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধি দল।

এফবিসিসিআই’র প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি রয়েছে এ দলে। সিঙ্গাপুর এয়ালাইন্সের একটি বিমানে ২৫ নভেম্বর রাত ১১ টায় দলটি ঢাকা ত্যাগ করে।

প্রতিনিধিদল ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়াতে অবস্থান করবে। এসময় দলটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা ও সেমিনারে অংশ নেবে।

২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য কোরিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) সঙ্গে জয়েন্ট বিজনেস প্রোমোশন কাউন্সিল মিটিংয়ে বক্তব্য রাখবেন কেসিসিআইয়ের ভাইসচেয়ারম্যান ডংগুয়ান লি, কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল অব ইকোনমিক অ্যাফেয়ার্স কিম সিয়ং হু, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লু ইয়ুন-ইয়ং, কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির ও ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতা মনোয়ারা হাকিম আলী।

(দ্য রিপোর্ট/এআই/এআইএম/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর