thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আশরাফকে আবারো ফখরুলের চিঠি

২০১৩ নভেম্বর ২৬ ২৩:৩৫:০২
আশরাফকে আবারো ফখরুলের চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংঘাত এড়িয়ে সমঝোতার লক্ষ্যে আবারো আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে বিরোধী জোটের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের মনোভাব সম্পর্কেও সৈয়দ আশরাফের কাছে জানতে চেয়েছেন মির্জা ফখরুল।

নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, ২৩ নভেম্বর রাজধানীর বনানী এলাকায় বিরোধী দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের বাসায় গোপনে অনুষ্ঠিত হয় দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মহাসচিব পর্যায়ের বৈঠক। ওই বৈঠকে মির্জা ফখরুল বিরোধী জোটের দাবি সম্বলিত একটি চিঠি সৈয়দ আশরাফকে দেন।

এ চিঠির বিষয়ে অগ্রগতি জানতেই মঙ্গলবার সন্ধ্যার পর বার্তা বাহকের মাধ্যমে সৈয়দ আশরাফকে চিঠি দিয়েছেন তিনি।

জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিঠির জবাবে বলেছেন, বিরোধী দলের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হয়েছে। তবে সার্বিক এ বিষয়ে দুই দলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আশরাফ-ফখরুল ‘গোপন’ বৈঠকের মতো চিঠি আদান প্রদানের বিষয়টিও অস্বীকার করছে বিএনপির হাই-কমিশন।

চিঠির ব্যাপারে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি প্রথমে স্বীকার করলেও পরে অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি ওই চিঠির কথা বলিনি। খুলনার একটি চিঠির কথা বলেছি।’

(দ্য রিপোর্ট/এসটি/এইচআর/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর