thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বুধবার ঘোষিত হতে পারে আওয়ামী লীগের ১০০ প্রার্থী

২০১৩ নভেম্বর ২৭ ০৩:১৬:২১
বুধবার ঘোষিত হতে পারে আওয়ামী লীগের ১০০ প্রার্থী

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় দশম জাতীয় সংসদ নির্বাচনের ১০০ জন প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা হতে পারে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বুধবার বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি সূত্র দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৪ নভেম্বর রবিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে সংসদীয় বোর্ডের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচিকে লক্ষ্য করে দলীয় প্রধান ৩০০ সংসদীয় আসনের একাংশের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে দলের প্রভাবশালী, ত্যাগী এবং মন্ত্রী-এমপি হিসেবে পরীক্ষিত নেতারাই এগিয়ে আছে।

এ ব্যাপারে সংসদীয় বোর্ডের একজন সদস্যে দ্য রিপোর্টকে বলেন, কিছু প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সেটা একশ’র বেশি আসনে হবে না। এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। পরবর্তীতে বাকী আসনগুলোতেও নাম ঘোষণা করা হবে।

এর আগে ১০ নভেম্বর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিতরণ শুরু হয়। মনোনয়ন বিতরণ চলে ১৭ নভেম্বর পর্যন্ত। দলীয় সভানেত্রী ৩টি আসনে মনোনয়ন সংগ্রহ করেন। সাত দিনে সারাদেশের ৩’শ আসনের বিপরীতে মোট ২ হাজার ৬০৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন ও জমা দেন।

(দিরিপোর্ট/এইউএ/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর