thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

ভারতে বোমা বিস্ফোরণে নিহত ৬

২০১৩ নভেম্বর ২৭ ০৪:১২:৪৮
ভারতে বোমা বিস্ফোরণে নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কুন্ডাকুলাম পারমানবিক বিদ্যুৎ চুল্লির কাছে একটি দেশীয় বোমার বিস্ফোরণে ছয়জন নিহত এবং আরও দুই জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একদল দু্ষ্কৃতিকারী বোমা বানানোর সময় দুর্টনাক্রমে এই বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিদ্যুত চুল্লির ১৫ কিলোমিটার ‍দূরবর্তী ইদিনাগারাই সুনামি কলোনির একটি কুড়েঘরে মঙ্গলবার ওই ব্যক্তি বিস্ফোরক বানাচ্ছিল। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতদের মধ্যে একজন মহিলা ও পাঁচ বছরের কম বয়সী তিন শিশুও রয়েছে। এদিকে আণবিক শক্তি বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, চুল্লি নিরাপদ আছে এবং ভালভাবে সব কাজ চলছে।

বিস্ফোরণে প্রভাবে দুটি বাড়ি পুড়ে গেছে। এদিকে ঘটনার পরপরই উদ্ধারকারী বাহিনী উদ্ধারকাজ পরিচালনা করেছে। অন্যদিকে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডও ঘটনাস্থলে পৌছেছে।

পুলিশ সন্দেহ করছে অপরাধ মামলায় জড়িত কয়েকজন ব্যক্তি হয়তো ওই দুটি বাড়িতে অবস্থান করছিল।

(দ্য রিপোর্ট/আদসি/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর